Privacy Policy (গোপনীয়তা নীতি)
Last Updated: 01/01/2025
Welcome to amzonbd.com
এ আমাদের পাঠকদের গোপনীয়তা রক্ষা করা আমাদের অন্যতম প্রধান অগ্রাধিকার। এই গোপনীয়তা নীতি দলিলে উল্লেখ করা হয়েছে যে, আমরা আপনার থেকে কী ধরনের তথ্য সংগ্রহ করি এবং তা কীভাবে ব্যবহার করি।
📌 1. About Us (আমাদের সম্পর্কে)
স্বাগতম amzonbd-এ—আপনার স্বাস্থ্য ও সচেতনতার নির্ভরযোগ্য সঙ্গী।
amzonbd একটি আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম, যার মূল লক্ষ্য হলো বাংলাদেশের মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা এবং দৈনন্দিন জীবনের জটিল শারীরিক ও মানসিক সমস্যাগুলো নিয়ে সঠিক তথ্য পৌঁছে দেওয়া।
📌 2. তথ্য সংগ্রহ (Information Collection)
আপনি যখন আমাদের সাইটে ভিজিট করেন, মন্তব্য করেন বা নিউজলেটারে সাবস্ক্রাইব করেন, তখন আমরা আপনার নাম, ইমেল ঠিকানা বা আইপি ঠিকানার মতো সামান্য কিছু তথ্য সংগ্রহ করতে পারি। তবে আমরা আপনার কোনো সংবেদনশীল ব্যক্তিগত তথ্য আপনার অনুমতি ছাড়া সংগ্রহ করি না।
📌 3. লগ ফাইল (Log Files)
অন্যান্য ওয়েবসাইটের মতো amzonbd-ও লগ ফাইল ব্যবহার করে। এই ফাইলের মধ্যে থাকে ইন্টারনেট প্রোটোকল (IP) ঠিকানা, ব্রাউজারের ধরন, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (ISP), তারিখ ও সময় এবং ক্লিকের সংখ্যা। এই তথ্যগুলো দিয়ে কাউকে ব্যক্তিগতভাবে শনাক্ত করা হয় না; এগুলো শুধুমাত্র সাইটের ট্রেন্ড বিশ্লেষণ এবং অ্যাডমিন প্যানেল পরিচালনার জন্য ব্যবহৃত হয়।
📌 4. কুকিজ (Cookies)
আমরা ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করতে ‘কুকিজ’ ব্যবহার করি। কুকিজ আপনার ব্রাউজারে ছোট একটি ফাইল হিসেবে জমা থাকে, যা আমাদের বুঝতে সাহায্য করে যে আপনি কোন ধরনের কন্টেন্ট পছন্দ করছেন। আপনি চাইলে আপনার ব্রাউজার সেটিংস থেকে কুকিজ বন্ধ করে রাখতে পারেন।
📌 5. বিজ্ঞাপন এবং থার্ড-পার্টি (Advertising Partners)
আমাদের সাইটে গুগল অ্যাডসেন্স (Google AdSense) বা অন্যান্য থার্ড-পার্টি বিজ্ঞাপন নেটওয়ার্ক ব্যবহৃত হতে পারে। এই বিজ্ঞাপনদাতারা তাদের বিজ্ঞাপনের কার্যকারিতা মাপার জন্য কুকিজ বা ওয়েব বিকন ব্যবহার করতে পারে। মনে রাখবেন, এই থার্ড-পার্টি বিজ্ঞাপনদাতাদের কার্যকলাপের ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই।
📌 6. গোপনীয়তা রক্ষা (Data Protection)
আমরা আপনার ব্যক্তিগত তথ্য কোনো তৃতীয় পক্ষের কাছে বিক্রি, বিনিময় বা ভাড়া দেই না। আপনার তথ্যগুলো আমাদের কাছে সম্পূর্ণ নিরাপদ রাখার সর্বোচ্চ চেষ্টা আমরা করি।
📌 7. শিশুদের সুরক্ষা (Children’s Information)
We take reasonable steps to secure your information, including:১৮ বছরের কম বয়সীদের এই সাইট ব্যবহারের ক্ষেত্রে আমরা অভিভাবকদের তদারকি উৎসাহিত করি। আমরা জেনেশুনে শিশুদের কাছ থেকে কোনো ব্যক্তিগত তথ্য সংগ্রহ করি না।
📌 8. নীতিমালার পরিবর্তন (Policy changes)
amzonbd যেকোনো সময় এই গোপনীয়তা নীতি পরিবর্তন বা পরিমার্জন করার অধিকার রাখে। পরিবর্তনের সাথে সাথে এই পেজে তা আপডেট করে দেওয়া হবে।
📌 9. আমাদের সাথে যোগাযোগ (Contact Us)
আমাদের গোপনীয়তা নীতি নিয়ে আপনার কোনো প্রশ্ন বা পরামর্শ থাকলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
Email: admin@amzonbd.com
Website: https://amzonbd.com