Disclaimer (দাবিত্যাগ)
Last Updated: 01/01/2025
amzonbd-এ আপনাকে স্বাগতম। এই ওয়েবসাইটটি ব্যবহারের আগে দয়া করে নিচের শর্তাবলী এবং দাবিত্যাগগুলো মনোযোগ সহকারে পড়ুন।
✔ ১. সাধারণ তথ্যের উদ্দেশ্য
amzonbd সাইটে প্রকাশিত সকল নিবন্ধ, টিপস এবং তথ্য শুধুমাত্র সাধারণ শিক্ষা এবং সচেতনতার উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। এই সাইটের কোনো কন্টেন্টই পেশাদার চিকিৎসকের পরামর্শ, রোগ নির্ণয় বা চিকিৎসার বিকল্প হিসেবে গণ্য করা যাবে না।
✔ ২. পেশাদার পরামর্শের বিকল্প নয়
আমরা সবসময় পরামর্শ দিই যে, আপনার স্বাস্থ্যের যেকোনো অবস্থা বা সমস্যা নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নিন। আমাদের ব্লগের কোনো তথ্যের ওপর ভিত্তি করে আপনার চিকিৎসকের পরামর্শ অবহেলা করবেন না বা চিকিৎসা নিতে দেরি করবেন না।
✔ ৩. তথ্যের নির্ভুলতা
আমরা আমাদের ব্লগে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য প্রদান করার সর্বোচ্চ চেষ্টা করি। তবে চিকিৎসা বিজ্ঞানের তথ্য প্রতিনিয়ত পরিবর্তনশীল। তাই amzonbd এই সাইটে দেওয়া তথ্যের সম্পূর্ণ নির্ভুলতা, পর্যাপ্ততা বা সমসাময়িক হওয়ার গ্যারান্টি প্রদান করে না
✔ ৪. বাহ্যিক লিঙ্ক (External Links)
আমাদের নিবন্ধগুলোতে রেফারেন্স হিসেবে অন্য কোনো ওয়েবসাইটের লিঙ্ক থাকতে পারে। সেই সকল তৃতীয় পক্ষের সাইটের কন্টেন্ট বা তাদের গোপনীয়তা নীতির জন্য amzonbd কর্তৃপক্ষ দায়ী নয়।
✔ ৫. দায়বদ্ধতা
এই ওয়েবসাইটের তথ্য ব্যবহারের ফলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ক্ষতি বা সমস্যার সৃষ্টি হলে amzonbd কর্তৃপক্ষ তার জন্য দায়ী থাকবে না। তথ্যের ব্যবহার সম্পূর্ণ আপনার নিজস্ব ঝুঁকিতে (At your own risk) করতে হবে।
✔ ৬. সম্মতি
আমাদের ওয়েবসাইট ব্যবহার করার মাধ্যমে আপনি আমাদের এই Disclaimer এবং এর শর্তাবলীতে সম্মতি প্রদান করছেন বলে গণ্য হবে।
✔৭ .যোগাযোগ
Email: admin@amzonbd.com